দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়ার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাদেরকে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় আওয়ামী লীগও অঙ্গসংগঠনের ২২ নেতাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন দক্ষিণ জেলার দুই শীর্ষ নেতা সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় যেসব ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত সেগুলো হলো- পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. নুর উর রশিদ এজাজ ও সদস্য মো. জাকারিয়া ডালিম, আশিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী ও সদস্য সৈয়দ মাঈনুল হক, কেলিশহরে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নিখিল দে, জঙ্গলখাইনে ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সবুজ, উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ দিদারুল আলম, হাইদগাঁওয়ে ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্মআহবায়ক বি এম জসিম, ধলঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ অর্থ সম্পাদক শফিউল আলম (বাদশা), জিরিতে বর্তমান চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম সওদাগর ভোলা ও ইউনিয়ন আওয়ামী লীগ আবুল কালাম বাবুল, কোলাগাঁওয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক আহ্বায়ক আবুল কাশেম রাসেল, ছনহরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী জাফর।
লোহাগাড়ার চুনতি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য আনিছ উল্লাহ, চরম্বায় ইউনিয়ন তাঁতী লীগ সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, পদুয়ায় লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগ সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, কলাউজানে মহানগর ছাত্রলীগ সাবেক নেতা মোহাম্মদ এয়াছিন।
কর্ণফুলীর জুলধায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিক আহম্মদ ও কর্ণফুলী উপজেলা যুবলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুছা, চরলক্ষ্মায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সদস্য, মোহাম্মদ আলী, শিকলবাহায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কার্যকরী কমিটির সভায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ চৌধরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, আবু জাফর, খোরশেদ আলম, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, অ্যাড. আবদুর রশিদ, আবদুল কাদের সুজন, এ কে এম আবদুল মতিন চৌধুরী, অ্যাড. কামরুন নাহার, বিজয় কুমার বড়ুয়া, দেবব্রত দাশ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোস্তাক আহমদ আঙ্গুর, আইয়ুব আলী, ছিদ্দিক আহমদ বি.কম, চেয়ারম্যান নাসির আহমদ, বিজন চক্রবর্ত্তী, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এ কে আজাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর প্রমুখ।