২২ বছর আগের মামলায় একজনের পাঁচ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রকে হত্যা চেষ্টা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দাবি মতো চাঁদা না পেয়ে স্কুলছাত্রকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় একজনকে পাঁচ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, নগরীর দক্ষিণ বাকলিয়ার মৃত আবু জাফরের ছেলে মো. আবু বক্কর। গত ২৮ আগস্ট চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম এই রায় ঘোষণা করেন। এ সময় আবু বক্কর কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদীর আইনজীবী প্রবীর কুমার ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০১ সালের ২ ফেব্রুয়ারি দাবি মতো চাঁদা পরিশোধ না করায় স্কুললছাত্র মঈনুদ্দিন নূর তারেককে গুলি করা হয়। ওই সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তারেকের পিতা নুরুর রহমান মামলাটি দায়ের করেন। পরবর্তীতে পুলিশ আবু বক্করের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত চার্জগঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা কিশোরের গলাকাটা লাশ
পরবর্তী নিবন্ধবাঙালি জাতিসত্তা রক্ষায় ৭১’র মতো আরেকটি বিজয় দরকার