২২ আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২২ জন সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে চট্টগ্রামে কর্মরত বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে এ ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ জেবুন্নেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগণ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীসহ অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ, অতিরিক্ত মহানগর দায়রা জজগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ। এ ছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শফিক উল্লাহসহ সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

এ দিকে ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির ৩নং মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান। সভায় মরহুম সদস্যদের কর্মময় জীবন সমপর্কে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি এম এ নাসের চৌধুরী ও সাবেক সহসাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নজমুল হক। সভায় বক্তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও আইনের চর্চায় সমিতির ২২ জন সদস্যের গৌরবময় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ ছাড়া সভায় প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন, দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৬ মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কমেছে করোনার সংক্রমণ