২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

তোতা হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুলকে দীর্ঘ ২১ বছর পর নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বাবুল (৪২) ফটিকছড়ির শাহনগর গ্রামের মৃত মোজাহার মিয়া প্রকাশ এজাহার মিয়ার ছেলে। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফউলআলম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুলকে নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তোতাকে হত্যার পর থেকে গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন বাবুল। গ্রেপ্তার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ নভেম্বর বিকেলে ফটিকছড়ি উপজেলার কচুয়া পাহাড়ের কাছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় দুবাই প্রবাসী নেছার আহমেদ তোতাকে। পরদিন পাশের কালাপাইন্যা কাঁচা রাস্তার ওপর তার মরদেহ পাওয়া যায়। গলা কেটে তাকে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকানাডায় সীতাকুণ্ড সমিতির সমাবেশ
পরবর্তী নিবন্ধতারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের সভা