পলিথিন ব্যাগে পণ্য বিক্রি এবং ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে ২১ দোকানদারকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মারুফা বেগম নেলীর আদালত বহদ্দারহাট কাঁচা বাজারে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে তিন দোকানদারকে দুই হজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের আদালত পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫ দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালতে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় টাইগারপাস বাটালি হিল এলাকার তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।