২১ আগস্ট গ্রেনেড মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্টের অভিমত

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে উচ্চ আদালত এমন অভিমত দিয়েছেন। খবর বাংলানিউজের।

এ পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৭৯ পৃষ্ঠার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।ম এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১ ডিসেম্বর ওই রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনে ধ্বংস করা হলো ১৭৫ টন বিভিন্ন ধরনের পণ্য
পরবর্তী নিবন্ধনেকাব কাণ্ডের সেই অধ্যক্ষকে ওএসডি