লিবারেল ইসলামিক জোটের এক জরুরি সভা গতকাল মিরপুর–১, শাহ আলীবাগস্থ জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সভায় বক্তব্য রাখেন লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান চৌধুরী, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের চেয়ারম্যান ও জোটের কো–চেয়ারম্যান শাহসূফী আলম নূরী আল সুরেশ্বরী, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ও জোটের কো–চেয়ারম্যান এবং সমন্বয়ক ফারাহনাজ হক চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান মো. হাসরত খান ভাসানী, বাংলাদেশ জনদল (বিজেডি) মহাসচিব সেলিম আহমেদসহ জোটের মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় দেশ বিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমাগ্রীর ভর্তুকি প্রদানের মাধ্যমে ৫ কোটি মানুষকে ক্রয় সীমার মধ্যে আনা, সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী ২১ অক্টোবর লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে ঢাকা বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ৫ লাখ মানুষের উপস্থিতিতে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়।
মহাসমাবেশ উপলক্ষে জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে জেলা, মহানগর ও থানা সমন্বয় কমিটি গঠনের জন্য দায়িত্ব দেয়া হয় জোটের কো–চেয়ারম্যান ও সমন্বয়ক ফারাহনাজ হক চৌধুরীকে। সভায় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। লিবারেল ইসলামিক জোটের পক্ষে জনমত গঠনের জন্য জোটগতভাবে অথবা জোটের অংশিদার স্ব স্ব পার্টির উদ্যোগে প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত হয়। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১০ অক্টোবরের পর থেকে ঢাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।