নগরীর বায়েজিদের তারা গেট এলাকায় ব্যাংক এশিয়ার সামনে থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. সোহেল রানা, মাহিম ও সরওয়ার কামাল। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।