দ্রুত বেড়ে ওঠা মধ্যবিত্ত ও বিপুল ভোক্তা শ্রেণির কারণে ২০৪০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে বাংলাদেশ; হবে বিশ্বের নবম বৃহত্তম বাজারও।
যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) এক সমীক্ষায় বাংলাদেশের অর্থনীতির এমন বেড়ে ওঠার প্রক্ষাপণের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এজন্য দরকার হবে ৫ শতাংশ হারে হবে প্রবৃদ্ধি। গতকাল শুক্রবার ঢাকার হোটেল ওয়েস্টিনে ‘দ্য ট্রিলিয়ন-ডলার প্রাইজ-লোকাল চ্যাম্পিয়নস লিডিং দ্য ওয়ে’ এ সমীক্ষা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।
বাংলাদেশের বর্তমান অর্থনীতির আকার ৪১৬ বিলিয়ন ডলার। গত পাঁচ বছর ধরে জিডিপিতে গড়ে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ধারা বজায় রাখা বাংলাদেশের ভোক্তা শ্রেণির বড় অংশ খরচ করে পরিবারের ব্যয়ের পেছনে, যা ২০২১ সালের মোট জিডিপির ৬৯ শতাংশ বলে প্রতিবেদনে বলা হয়।
বিসিজির সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মধ্যে ৩ কোটি ৪০ লাখের ভোক্তা বাজারে পরিণত হবে বাংলাদেশ। দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত ও স্বচ্ছল শ্রেণিই এর পেছনে মুখ্য ভূমিকা রাখবে। ২০২০ সালে এ বাজারের আকার ছিল ১ কোটি ৯০ লাখ ভোক্তার। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপন্স ও থ্যাইল্যান্ডের মত অর্থনীতিকেও বাংলাদেশ পেছনে ফেলেছে বলে সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত হতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে প্রবৃদ্ধিশীল বেসরকারি খাত।
এ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ব্যবসায়িক কমিউনিটি, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির দ্রুত সম্প্রসারণে দ্রুত বাড়তে থাকা ভোক্তা বাজার, সাড়ে ছয় লাখেরও বেশি ফ্রিল্যান্সার নিয়ে ক্রমবর্ধমান গিগ ইকোনোমি, ডিজিটাল রূপান্তর এবং সরকারের বহুমুখী প্রচেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেগবাগ করছে।