মঙ্গলে ২০৩০ সালের আগেই স্টারশিপ রকেট পাঠাবে ইলন মাস্কের স্পেসএঙ। সমপ্রতি এ ব্যাপারটি এক টুইটে জানিয়েছেন শতকোটিপতি এ উদ্যোক্তা। রয়টার্স উল্লেখ করেছে, ফেব্রুয়ারিতে ৮৫ কোটি ডলার নগদ বিনিয়োগ সংগ্রহ করেছে স্পেসএঙ। তবে, সামপ্রতিক সময়ে স্টারশিপ রকেটের একটি নমুনা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে।
ভবিষ্যৎ মিশনে চাঁদ এবং মঙ্গলে মানুষ ও একশ টনের কার্গো নিয়ে যাওয়ার জন্য ভারী রকেট তৈরি করছে স্পেসএঙ। সমপ্রতি বিস্ফোরিত এসএন৯ নমুনাটি সেটিরই একটি পরীক্ষামূলক মডেল ছিল। খবর বিডিনিউজের।
এ বছরের শেষেই প্রথম কক্ষপথ উৎক্ষেপণ সম্পন্নের কথা রয়েছে। মাস্ক জানিয়েছেন, ২০২৩ সাল নাগাদ জাপানি শত কোটিপতি ইউসাকু মায়েজাওয়াকে স্টারশিপে করে চাঁদের আশপাশে ঘুরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তার।