২০২৬ সালের এইচএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা মে-জুনে

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ করা হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির গত ২৩ জুনের এ সংক্রান্ত নির্দেশনা গতকাল শনিবার (২৩ আগস্ট) স্মরণ করিয়ে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বরাবর চিঠিতে বলা হয়, ২০২৪২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগস্ট২০২৪ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মেজুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনে সনাতনী সমপ্রদায়কে পাশে চায় বিএনপি : মেয়র শাহাদাত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে ২ জন মুক্তিযোদ্ধার শোকসভা