সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আবেদীন ক্লাব জিতেছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবেদীন ক্লাব ৯৩ রানের বড়ো ব্যবধানে মাদারবাড়ী মুক্তকণ্ঠকে পরাজিত করে। টসে জিতে আবেদীন ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৪৭.১ ওভার খেলে তারা ১৭১ রান তুলে সবাই আউট হয়। প্রথম দিকের ব্যাটাররা রান সংগ্রহ করতে পারলেও শেষ দিকে দ্রুত উইকেট হারায় তারা। দলের দুই ওপেনার তানজিম মাহবুব ২৫ এবং জয় চৌধুরী ৩২ রান করেন। এছাড়া মো. জুয়েল ৩১,আজাদ হোসেন ৩০ এবং আরশি হান্নান মিহন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৫ রান। মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেন আবদুল আল মামুন,সাইদ আকিব এবং জুনাইদ হোসেন খান। ১টি করে উইকেট পান সাজ্জাদ হোসেন এবং গিয়াসউদ্দিন। জবাব দিতে নেমে মুক্তকণ্ঠ মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যায়। দলের অধিনায়ক আরাফাতুল হক ৩২ রানে অপরাজিত থাকেন এবং ইশতিয়াক মো. ওয়াদুদ ২৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। আবেদীন ক্লাবের সাইরাজ জামাল ২১ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। তানজিম মাহবুব ১৫ রানে পান ৪টি উইকেট। ৮ রান দিয়ে ১টি উইকেট নেন দুর্জয় দে। চার খেলা শেষে আবেদীন ক্লাব ৭ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে মাদারবাড়ি মুক্তকণ্ঠ সমান খেলায় কোন পয়েন্ট পায়নি। তারা চার খেলার চারটিতেই পরাজিত হয়েছে। আজকের খেলা: এলিট পেইন্ট বনাম ইয়ং স্টার ক্লাব(এম এ আজিজ স্টেডিয়াম)।