১ ফেব্রুয়ারি থেকে চলবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন

প্রথম চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সৈকত এক্সপ্রেস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সৈকত ও প্রবাল এক্সপ্রেস নামে দুই জোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্তে খুশি চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। গতকাল সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস আবু বক্কর সিদ্দিক স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রামকক্সবাজারচট্টগ্রাম রুটে ২ জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে। ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট দপ্তরের এসিওপিএস আবু বক্কর সিদ্দিক আজাদীকে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামকক্সবাজার রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস নামে দুই জোড়া নতুন ট্রেন চলাচল শুরু হবে। প্রথমে ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে সৈকত এক্সপ্রেস। কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রবাল এক্সপ্রেস ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। সৈকত ও প্রবাল এক্সপ্রেস নন এসি হলেও এই দুটি ট্রেন আন্ত:নগর বলে জানান এসিওপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি আরও বলেন, এই ট্রেনে খাবারের গাড়িও আছে। এই অঞ্চলের মানুষ এবং পর্যটকদের সুবিধার্থে এই রুটে চলাচলরত স্পেশাল ট্রেনটিকে ২ জোড়া করে (দিনে চট্টগ্রাম থেকে দুইবার যাবে এবং দিনে কক্সবাজার থেকে দুইবার চট্টগ্রাম আসবে) চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেন ছাড়ার এবং স্টেশনে থামার সময়সূচি : রেলওয়ে পূর্বাঞ্চলের সিদ্ধান্ত অনুযায়ী সৈকত এক্সপ্রেস প্রথমে চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা, রামু হয়ে কক্সবাজার পৌঁছাবে ৯টা ৫৫ মিনিটে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে সকাল ১০টা ৩৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

পূর্ববর্তী নিবন্ধপণ্যবাহী দুটি কার্গো জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধনগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু গ্রেপ্তার