১% ধনীর হাতে ভারতের ৪১% সম্পদ

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ভারতের সবচেয়ে ধনী ১ শতাংশ ২০২১ সালে দেশটির মোট সম্পদের ৪০ দশমিক ৫০ শতাংশের মালিক ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে অক্সফাম। ২০২০ সালে ভারতে ১০২ জন বিলিওনেয়ার থাকলেও ২০২২ সালে বেড়ে ১৬৬ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। অপরদিকে ভারতের দরিদ্ররা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদটুকুও যোগাতে অক্ষম বলে এতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এই দৃষ্টিকটু অসাম্য কমিয়ে আনার লক্ষ্যে অতি ধনীদের ওপর সম্পদ কর আরোপ করতে ভারতের অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শুরু হওয়ার দিনটিতেই অক্সফামের সারভাইভাল অব দ্য রিচেস্ট নামের এই প্রতিবেদনটি প্রকাশ পায়, জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ভারতে সম্পদ বন্টনে বিরাজমান ব্যাপক বৈষম্যকে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশটিতে ২০১২ সাল থেকে ২০২১ সালের মধ্যে তৈরি হওয়া সম্পদের ৪০ শতাংশেরও বেশি জনসংখ্যার মাত্র এক শতাংশের হাতে গিয়েছে আর মাত্র ৩ শতাংশ সম্পদ নিচের ৫০ শতাংশের দিকে গেছে। ২০২২ সালে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির সম্পদ ৪৬ শতাংশ বেড়েছে আর দেশটির শীর্ষ ১০০ ধনীর সম্পদের পরিমাণ ৬৬০ বিলিয়ন ডলার ছুঁয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে চান্দগাঁও, কল্লোল গ্রীণের জয়লাভ
পরবর্তী নিবন্ধতামিমের ব্যাটে স্বস্তির প্রথম জয় খুলনার