শেষ হলো এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রায় তিনমাস ধরে চলা এই লিগের শিরোপা জিতেছে আবাহনী লিঃ। রানার্স আপ হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। আর রেলিগেশনে চলে গেছে রাইজিং স্টার জুনিয়র। এবারের লিগে বলতে গেলে চট্টগ্রামের ক্রিকেটাররাই অপেক্ষাকৃত ভাল করেছে। ব্যাটে আর বলে চট্টগ্রামের তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পেরেছে। গতকাল যেমন আবাহনীর তরুন স্পিনার শোয়েব চৌধুরী এবারের লিগে সেরা বোলিংটা করে দেখালেন। পাইরেটস অব চিটাগাং এর বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছেন শোয়েব। যদিও এর আগে রাইজিং স্টর ক্লাবের সাদ্দাম হোসেন ৪৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার বিপক্ষে দশ ওভার বল করে এই কৃতিত্ব গড়েছিলেন সাদ্দাম হোসেন। গতকাল তাকে টপকে নিজেকে শীর্ষে নিয়ে গেলেন আবাহনীর শোয়েব চৌধুরী।
এম এ আজিজ স্টেডিয়ামে পাইরেটস অব চিটাগাং এর পক্ষে আবাহনী সেরা বোলাররা যখন খুব বেশি সফল হতে পারছিল না তখন ইনিংসের ২১ তম ওভারে শোয়েবকে বোলিংয়ে আনেন আবাহনী অধিনায়ক। প্রথশ ওভারেই নেন এক উইকেট। দ্বিতীয় ওভারে এক উইকেট। তৃতীয় এবং চতুর্থ ওভারে উইকেট না পেলেও নিজের পঞ্চম উইকেটে তুলে নেন ২ উইকেট। ষষ্ঠ ওভারে আবার এক উইকেট। আর সপ্তম ওভারে এক উইকেট নিয়ে নিজের ষষ্ঠ উইকেট পূরণ করেন শোয়েব। এবারের লিগে সেরা বোলিং পারফরম্যান্স এটি কোন বোলারের।
আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান গওহর সিরাজ জামিল প্রতিষ্ঠিত সিরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির ছাত্র এই শোয়েব এবারের লিগের আগের ম্যাচেও দারুন এক ইনিংস খেলেছেন ৫১ বলে ৫১ রানের। এছাড়া দলের শিরোপা জয়ে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছেন শোয়েব। চট্টগ্রামের ফটিকছড়ির এই ক্রিকেটারকে আগামীর তারকা হিসেবে দেখছেন একাডেমির চেয়ারম্যান গওহর সিরাজ জামিল। তিনি বলেন এই তরুণদের নিয়েই আগামীতে আরো বড় কিছু অর্জন করতে চান তিনি। শোয়েব ছাড়াও একাডেমির আরো বেশ কয়েকজন ছাত্র এবারের লিগে দারুন পারফর্ম করেছে। আগামী আসরে এরাই বড় তারকা হবে বলে মনে করছেন জামিল। তাই এই তরুনদের আরো যত্ন সহকারে গড়ে তুলতে চান তিনি। এবারের শিরোপা জয়ে তার দলের তরুণদের ভূমিকা তাকে আরো উৎসাহিত করছে বলে জানান এই ক্রিকেট সংগঠক। তেমনি তরুণ শোয়েবরাও এগিয়ে যেতে চায় সামনের দিকে আরো দায়িত্বশীল হয়ে। তারা দারুন খুশি দলের শিরোপা জয়ে ভূমিকা রাখতে পেরে। কারন দল তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে অকাতরে।