১৯ দিনে ১ হাজার ১৯০টি গাড়ি জব্দের পর ডাম্পিংয়ে

সিএমপি ট্রাফিক-দক্ষিণের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মে, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে গত ১ মে থেকে গতকাল ১৯ মে পর্যন্ত নগরীর কর্ণফুলী নতুন ব্রিজ চত্বর, টাইগার পাস, ওয়াসা, কোতোয়ালী মোড়, চকবাজার, আন্দরকিল্লা, সদরঘাট, মাদারবাড়ি, নিউমার্কেট ও সিনেমা প্যালেস এলাকায় অবৈধ গ্রাম সিএনজি টেক্সি, ব্যাটারি রিকশা ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে টানা অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাফিকদক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এডিসিট্রাফিক আকরাম হোসেন ও এসিট্রাফিক মারুফুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কে অবৈধভাবে চলাচলরত ৩৭৭টি গ্রাম সিএনজি, ৬৭৬টি ব্যাটারি রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য গাড়িসহ মোট ১১৯০টি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) বিপ্লব কুমার পাল, টিআই (কোতোয়ালী) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) সন্তোষ ধামেই, টিআই (আন্দরকিল্লা) মো. কামরুজ্জামান ও সার্জেন্টকনস্টেবলগণ অভিযানে অংশ নেন।

সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারি রিকশা ও গ্রাম সিএনজি টেঙির বিরুদ্ধে সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই সোর্সসহ পুলিশের এসআই আটক