১৮ ব্যবসায়ীকে ৮৭ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সড়ক ও ফুটপাত দখলে নিয়ে ব্যবসা করে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে নগরে ১৮ ব্যবসায়ীকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। সংশ্লিষ্টরা জানান, অভিযানে বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকানের অংশ বর্ধিত করায় এবং ফুটপাত ও রাস্তায় দোকানের মালামাল রেখে পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। এসময় আট জনের বিরুদ্ধে মামলা করে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে দেওয়ানহাট মোড় হতে কদমতলী পর্যন্ত ডিটি রোডে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে নয় জনের বিরুদ্ধে মামলা করে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচার জনকে মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা গর্বাচেভের মৃত্যু