দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দু:শাসন ও জুলুম নির্যাতনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ঘাটে ছিল না, গর্তে লুকিয়ে তামাশা দেখেছিল, তারাই এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ করছে। তিনিবলেন,৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষের বিজয়ে বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি হত ৩ অক্টোবর রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী ও সেলিম মোস্তফার যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, মইনুল আলম ছোটন, সাইফুদ্দিন, হাজী কামাল, শাহাজান চৌধুরী, মীর জাকের, ইয়াসিন আরাফাত, অহিদুল আলম পিপলু , আবু নোমান চৌধুরী লিটন, মো.পারভেজ, হালিমা বেগম, মো. তৌহিদ, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার নাসির, মো. সাজ্জাদ, এস এম নয়ন, শাহাদাত হোসেন প্রমুখ।