ছাত্রলীগ নেতাসহ আটক ৪

১৬ লাখ টাকা ছিনতাই

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

নরসংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজনকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের বানিয়াছল থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি আবুল কাশেম জানান। আটকরা হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম লেলিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শোয়েব রায়হান, তানভীর আহমেদ ও কামরুল হাসান মুহিত।

তানভীর ও মুহিতের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে ওসি আবুল কাশেম জানান। খবর বিডিনিউজের।

ছিনতাইয়ের শিকার আক্কাস আলী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। আক্কাস আলীর ভাষ্য, তার সঙ্গে তার ছেলে ইকবালও হোসেনও ছিলেন। একটি জমি কেনার জন্য ১৬ লাখ টাকাভরতি ব্যাগ নিয়ে যাওয়ার সময় তারা ছিনতাইয়ের শিকার হন। ঘটনার বিবরণে আক্কাস আলী জানান, তাদের বাড়ি রায়পুরার বাঁশগাড়ী হলেও থাকেন সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার বাড়িতে। বাঁশগাড়ী এলাকায় জমি কেনার জন্য ১৬ লাখ টাকাভরতি একটি ব্যাগ নিয়ে সাহেপ্রতাবের বাড়ি থেকে বের হয়েছিলেন তারা বাবাছেলে। আক্কাস বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় শহরের আরশীনগর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়ার সময় বৌয়াকুড়ে দুটি মোটরসাইকেলে চারজন তাদের গতিরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান এবং পিস্তল দেখান। এরপরই টাকার ব্যাগ ছিনিয়ে নেন।

তিনি বলেন, এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তানভীর ও শোয়েবকে ধরে ফেলেন। অন্য দুজন টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ তানভীর ও শোয়েবকে থানায় নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনগরে পাহাড় ধস, নিহত ১
পরবর্তী নিবন্ধআদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের সমন্বয়ক সোহেলের স্ত্রী গ্রেপ্তার