১৬ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর একাধিক স্থান থেকে ১৬ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হেলাল (৩০), মো. রিয়াজ (২৫), খলিল (২৭), মো. হৃদয় (২৭), মো. সোহাগ (৩৫), মো. রাসেল (৩১), মো. আরিফ (২৪), মো. আলাউদ্দিন (২৫), মো. সাদ্দাম (২২), সৈয়দ জাহেদুল আলম (২৪), সাইদুল আলম (২০), মো. ফরিদ (২৫), মো. আজাদ (৩০), মো. ওসমান (৪২), ১৫) নুর মোহাম্মদ (২৭), মো. কাদের (২৬)।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়া ইউনিয়ন আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন
পরবর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধু আজ সারা বিশ্বে সমাদৃত’