১৬ বছর আত্মগোপনে অতঃপর গ্রেপ্তার খুনের মামলার আসামি খলিল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইব্রাহিম খলিল নামে ওই আসামি ১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফউলআলম এ তথ্য জানান। গ্রেপ্তার ইব্রাহিম খলিল (৩৮) নোয়াখালী জেলার সুধারাম থানার দৌলতপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা শরীফউলআলম জানিয়েছেন, ২০০৮ সালে পরিকল্পিতভাবে এক ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন গ্রেপ্তার খলিল। মামলার পর তিনি গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে ছিলেন। তিনি আরও জানান, গত ১১ জুন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব১১ ও র‌্যাব৭ এর একটি টিম যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধপায়ে হেঁটে পার হতে গিয়ে নানী-নাতির মৃত্যু