হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা মফিজুর রহমান মানিক (৪০) ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মফিজুর রহমান মানিক হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৩ জুলাই রাতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের ধলইর পোল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
জানা যায়, ৩ জুলাই রাতে অজ্ঞাতনাম একটি গাড়ি চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে রাতে তার এক বন্ধু তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পুনরায় চমেক হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৯ মাস বয়সী এক কন্যা সন্তানের জনক।