১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

চসিক নির্বাচনে মারধরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

প্রায় চার বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টসহ দুজনকে মারধরের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মো. আবু তাহের নামের এক ব্যক্তি নালিশি মামলাটি দায়ের করেন। তিনি নগরীর পাথরঘাটা এলাকার বাসিন্দা। মামলার আসামিরা হলেন, মো. শওকত আলী রনি, পুলক খাস্তগীর, মোহাম্মদ ইসমাইল আজাদ, নুর আহমেদ, মো. জালাল উদ্দিন ইকবাল, মো. শওকত, আ ফ ম সাইফুদ্দিন, নুর আজাদ রনি, মোহাম্মদ ওসমান হায়দার, প্রবাল চৌধুরী (মানু), মহিউদ্দিন শাহ, কপিল উদ্দিন, মো. সাকিব, মো. জুমান কবির ও রকিব কবির। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী এ ইচ এম শাহরিয়ার আজাদীকে বলেন, আদালত মামলাটি নগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতসূত্র জানায়, মামলার আরজিতে বাদী মো. আবু তাহের উল্লেখ করেন, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তার মামা মোহাম্মদ ইসমাইল বালী। নির্বাচনের দিন বাদী ও তার মামার প্রধান নির্বাচনী এজেন্ট বাহাউদ্দিন ফরুক প্রকাশ মুন্নাসহ সোবহানিয়া আলীয়া সুন্নিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে গেলে সেখানে তাদেরকে মারধর করা হয়। ককটেল বিস্ফোরণ করা হয়। এমনকি গুলি ছোড়া হয় বলেও আরজিতে উল্লেখ করা হয়। মারধরের ফলে বাদী গুরুতর আহত হয় উল্লেখ করে বলা হয়, এখনো তিনি পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে উঠতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর নকশা অমান্য করে ভবন নির্মাণ, মালিক কারাগারে
পরবর্তী নিবন্ধপ্রশস্ত হচ্ছে ১৪ কিমি. সড়ক