১৬৪ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

কিংস্টন টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৯ রান। কিন্তু দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনে তারা অলআউট হয়েছে ১৬৪ রানে। ১৩৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় সাদমান করেন ৬৪ রান। অ্যান্টিগায় টেস্ট অধিনায়কত্বের অভিষেকে দুই ইনিংসে ২৩ ও ৪৫ রান করা মিরাজ এবার করেছেন ৭৫ বলে ৩৬ রান। আর তাতেই মোটামুটি ভদ্রস্থ হয়েছে বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় দিন ৯৫ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। ১১ নম্বর ব্যাটসম্যান নাহিদ রাকাকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন জেডেন সিলস। ১৫.৫ ওভারে ১০ মেডেন নিয়ে ৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার এই পেসার।

পূর্ববর্তী নিবন্ধ৯ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা আমদানিকারকের
পরবর্তী নিবন্ধবন্দরে জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে দুইজন আহত