‘১৫ মিনিটের সার্ভিস’ চালু হাটহাজারীতে

ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:৩৬ পূর্বাহ্ণ

জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ সংশোধন করতে অনলাইনে আবেদন করতে হয় উপজেলা পরিষদে (ইউপি)। সে আবেদন অনলাইনে ইউপি চেয়ারম্যানের আইডি থেকে সরাসরি জমা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আইডিতে। আবেদন জমা হওয়ার পর যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সব কাগজ ঠিক থাকলে ১৫ মিনিটের মধ্যেই সেটা অনলাইনে অনুমোদন করে দেওয়া হচ্ছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জনস্বার্থে ১৫ মিনিটের সার্ভিসটি চালু করেছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদটি একজন নাগরিকের খুবই জরুরি। বিশেষ করে জন্মনিবন্ধন সনদটি স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, এনআইডি তৈরিসহ নানা কাজে ব্যবহৃত হয়। কিন্তু অনলাইন পদ্ধতিতে হওয়ায় অনেককেই দুর্ভোগে পড়তে হয়। উপজেলা প্রশাসন এটাকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করেছে। তাই সব ধরনের কাগজপত্র ঠিক থাকলে ১৫ মিনিটের মধ্যেই তা সংশোধন করা হচ্ছে। ক্ষেত্র বিশেষ আরও কম সময়ের মধ্যেও সংশোধন করা হচ্ছে। আর যাদের সংযুক্ত কাগজপত্র যথাযথ থাকে না তাদের আবেদন অনলাইনে তাৎক্ষণিক নামঞ্জুর করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ১৭ জুন থেকে কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবি
পরবর্তী নিবন্ধচবিতে আজ থেকে শুরু অসমাপ্ত পরীক্ষা