১৫ মিনিটেই মোটরসাইকেল চুরি

চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দুটি বাইক উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

নগরীর পোর্ট লিংক ডিপোতে ভান্ডার রক্ষক হিসেবে চাকরি করেন জুয়েল নাথ (২৭)। গত শনিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে বন্দর থানার সিপিআর গেট এলাকায় মোটরসাইকেল রেখে তিনি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন। কাজ শেষে রাত ২টার দিকে এসে দেখেন নির্দিষ্ট স্থানে তার গাড়িটি নেই। ১৫ মিনিটের মধ্যে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি চোরাই মোটরসাইকেল। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মহব্বত হোসেন (২০), ইব্রাহিম খলিল অন্তর (২১), সজীব (১৯) ও সোহেল (২১)। বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাছান আলী বলেন, শনিবার রাত পৌনে ২টার দিকে জুয়েল নাথ নামের এক ব্যক্তির মোটরসাইকেল সিপিআর গেট এলাকা থেকে চুরি হয়। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ করেন। অভিযোগের পর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে চোরচক্রের সদস্যদের চিহ্নিত করি। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাটগড়ে কর্ণফুলী গ্যাসের পাইপলাইনে আগুন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে মৃত হাতির হাড় উদ্ধার