‘যেখানেই যাও ভালো থেকো’ গানটি খ্যাত চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা। যাঁকে গত ১৫ বছর ধরে আওয়ামী শাসনকালে এই জনপ্রিয় শিল্পীকে বিটিভি, সিটিভি, বেতার, সরকারি বা জাতীয় পর্যায়ে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তিনি কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন এই পদবীগুলিই তার সংগীত জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। এ বিষয়ে আব্দুল মান্নান রানা বলেন,আওয়ামী সরকার শুধু সংগীত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, দেশের সকল প্রতিষ্ঠান দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠানে পরিণত করেছিল। দেশবরেণ্য জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন, কনক চাঁপা, মনির খান, আসিফ আকবর, আমাকে সহ বিএনপি সমর্থিত সব শিল্পীকে কালো তালিকায় রাখা হয়। সবখানে করা হয়েছিল তাদের অবমূল্যায়ন। এমনকি দেশের বাইরের প্রোগ্রামেও দেয়া হয়েছিল নিষেধাজ্ঞা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী সরকারের অত্যাচারে দেশের প্রতিটি মানুষের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছিল। যাদের আত্মত্যাগে দেশ ও জাতি আজ স্বৈরাচারমুক্ত আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের অর্জিত এই স্বাধীন দেশে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ড. ইউনূস এর হাত ধরে বিগত পনেরো বছর ধরে অধিকার বঞ্চিত শিল্পী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, দিন মজুর সহ সকল শ্রেণির মানুষ তাদের অধিকার ফিরে পাবে, দেশে লুট হওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে এই কামনা।
আবদুল মান্নান রানা ১৯৭৪ সালে বাংলাদেশ বেতার ও ১৯৭৫ সালে টেলিভিশনে তালিকাভুক্ত সর্বোচ্চ মানের জনপ্রিয় শিল্পী।
আব্দুল মান্নান রানা’র অন্যতম অ্যালবাম ‘যেখানে যাও ভালো থেকো’, এটিএন মিউজিক থেকে প্রকাশিত ‘ডায়রী’, লেজার ভিশনের ‘দেশের জন্য’ ও ‘তুমি প্রেম দিয়ে পোড়ালে’সহ প্রায় ৮টি অ্যালবাম বেরিয়েছে। প্রয়াত সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই ছবির ‘চিঠি এলো জেলখানাতে, চাঁদনী ছবির “কতদিন পরে দেখা হলো দুজনাতে, “মাগো আমার মাথা ছুঁয়ে দোয়া করে দাও, এরকম অনেক জনপ্রিয় কালজয়ী গানে কন্ঠ দেন তিনি। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি গেয়েছেন অনেকের সঙ্গে। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আবদুল জব্বার, আনজুমান আরা, ফেরদৌসী রহমান, বশীর আহমদ, সৈয়দ আবদুল হাদী এবং সমসাময়িক এন্ড্রু কিশোরসহ অনেকের সঙ্গে নাটক, সিনেমার গানে কন্ঠ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।