১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল, দুইজনের পক্ষে সাবেক ভূমিমন্ত্রীর সমর্থন

এম নুরুল ইসলাম, আনোয়ারা

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রাজনৈতিক মেরুকরণের মধ্যে আনোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র দাখিল করলেন ১৫ প্রার্থী। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে অন্তত ১৪ জনই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে দুই প্রার্থীর পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ারা উপজেলার বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমেদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা জমা দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবু জাফর, উপজেলা যুবলীগের সাবেক পাঠাগার সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা ডা. সন্তোষ কুমার দেব, প্রদীপ দত্ত, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এম এ মান্নান মান্না, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট চুমকী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা পারভিন আক্তার।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে গত এক মাস ধরে আনোয়ারার রাজনীতিতে নানামুখি মেরুকরণ চলছিল। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আনোয়ারার নির্বাচন পরিণত হয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের লড়াইয়ে। এক দিকে সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অপরদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান অনুসারীরা। গত বুধবার নগরীর সার্সন রোডে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ দলের বর্ধিত সভায় চেয়ারম্যান পদে অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলনের নাম ঘোষণা করেন। বর্ধিত সভায় সাবেক ভূমিমন্ত্রী বলেন, ‘আখতারুজ্জামান বাবুর পরিবারকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আমার সিদ্ধান্তই বাবু পরিবারের সিদ্ধান্ত। যে দুইজনকে সমর্থন দিলাম সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাদের জিতিয়ে আনবেন।’

তাঁর এই ঘোষণার পর রাতেই অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা অনুসারীদের একক চেয়ারম্যান প্রার্থী হিসাবে কাজী মোজাম্মেলের নাম প্রচার হয়। কাজী মোজাম্মেলের অনুসারীরা রাতে চাতরী চৌমুহনীতে তাৎক্ষণিক মিছিলও করেন। এদিকে দুই পক্ষের উত্তেজনার মধ্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘১০ বছর আনোয়ারার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি। এলাকার মানুষের জন্য কাজ করেছি। মানুষের আশা আকাক্সখাকে সম্মান জানিয়ে প্রার্থী হয়েছি।’

চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক বলেছেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গরীব, দুঃখী, মেহনতি ও সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্যই প্রার্থী হয়েছি। তৃণমূলের কর্মী হিসাবে মানুষের মুখে হাসি ফুটাতে ভোটে লড়ব।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম..মান্নান চৌধুরী বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সমর্থন জানানো হয়েছে। দুই মাস ধরে আমি প্রচারণায় আছি।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী জানান, ‘নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রত্যাহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। সেটা সময়ই বলে দিবে।’

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমদ চৌধুরী বলেন, ‘আনোয়ারার সাধারণ মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য নির্বাচনে লড়বো।’

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গতকাল ২ মে। মনোনয়ন বাছাই ৫ মে। আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে তিন জেলায় ছয় জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়নপত্র জমা