১৫ দিনের মধ্যে সাতকানিয়াকে কিশোরগ্যাং মুক্ত করার নির্দেশ

সাতকানিয়া-চন্দনাইশ প্রতিনিধি 

ওসিকে আল্টিমেটাম প্রতিমন্ত্রীর | শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগে বেঈমানমুনাফেকের কোনো দরকার নাই। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দল করে তারাই প্রকৃত আওয়ামী লীগ। একটা সময় বঙ্গবন্ধুর আঙুলের ইশারায় পুরো দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। এখন সেই দিন খুব দূরে নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তথা পুরো দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনে যারা নৌকার বিপক্ষে করেছে তাদের আওয়ামী লীগ করার অধিকার নাই। তিনি গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদীয় আসনের চন্দনাইশের বিজিসি ট্রাস্ট থেকে সাতকানিয়ার কেরানীহাট পর্যন্ত মোটর শোভাযাত্রা ও র‌্যালি শেষে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন। বক্তব্যে প্রতিমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে সাতকানিয়াকে কিশোরগ্যাং ও মাদক মুক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দেন। তা করতে না পারলে সাতকানিয়ায় আপনাদের থাকার দরকার নাই। আপনারা কেন, কি কারণে, কোন উদ্দেশ্য, কার কথায় কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আগামী ১৫ দিনের মধ্যে কিশোরগ্যাং মুক্ত করতে না পারলে বুঝে নিব পুলিশ বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। তখন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমএ সাঈদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডা. আ ম ম মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, ওচমান আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপুনঃনির্মিত মোহছেন আউলিয়ার (র.) মাজার কমপ্লেক্স উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যত্নবান হতে হবে : হাছান মাহমুদ