বিশ্ববাসী যখন সাংবাদিক সম্মেলনকে একটি আনুষ্ঠানিক রুটিন বলে ধরে নেয়, তখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। একনাগাড়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড পেছনে ফেললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও। খবর বাংলানিউজের।
গত শনিবার থেকে শুরু হওয়া সম্মেলন চলে গভীর রাত পর্যন্ত্ত মোট সময় ১৪ ঘণ্টা ৫৪ মিনিট। মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তরের দাবি, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এটিই বিশ্বের দীর্ঘতম প্রেস কনফারেন্স। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে প্রেসিডেন্ট মুইজ্জু একদিকে যেমন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানান, অন্যদিকে তুলে ধরেন সংবাদপত্রের নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার গুরুত্ব।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জনসাধারণের পাঠানো প্রশ্নেরও জবাব দেন প্রেসিডেন্ট মুইজ্জু।