১৫৭ নম্বর রুমে গিয়ে আবেগাপ্লুত তথ্যমন্ত্রী

চবি প্রতিনিধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৯৮১-৮২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে থাকতেন সোহরাওয়ার্দী হলের ১৫৭ নম্বর রুমে। দীর্ঘদিন পর সেই স্মৃতি বিজড়িত রুম পরিদর্শন করে আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল শুক্রবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি সোহরাওয়ার্দী হল দেখতে যান। এসময় ১৫৭ নম্বর কক্ষে অবস্থানরত ছাত্রদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন। দেন ছাত্রদের উপহারও। ছাত্রদের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এই কক্ষে ছিল আমার দ্বিতীয় আবাসস্থল। বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘসময় আমি এই কক্ষে থেকেছি। এই কক্ষের সাথে আমার হাজারো স্মৃতি জমা আছে। তিনি বলেন, দীর্ঘদিন পর এখানে আবারো আসতে পেরে আমার খুবই ভাল লাগছে। আমার মনে হচ্ছে আবারো সেই পুরনো দিনে ফিরে গেছি। এরপর তিনি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষে হল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের হলের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে একজন মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধমূল্যবৃদ্ধির প্রতিবাদ সমাবেশের আগে আটক ৪
পরবর্তী নিবন্ধমানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে : ভূমিমন্ত্রী