১৫৩ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক সাইফের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:২২ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত টিটোয়েন্টি ফরম্যাটের সদ্য এশিয়া কাপে দারুন খেলেছেন সাইফ হাসান। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাইফ হাসান। এশিয়া কাপে ৪ ইনিংসে ১৭৮ রান এবং আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮২ রান করেন তিনি। সংগত কারনেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয় এই ওপেনারের। দলে জায়গা পাওয়ার পর একাদশেও জায়গা পেয়েছেন সাইফ। বাংলাদেশের ১৫৩ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল ব্যাটার সাইফ হাসানের। আবুধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে অভিষেক হয় সাইফের। ওয়ানডে দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিলেন তিনি। তবে অভিষেক ম্যাচে সুবিধা করতে পারেননি সাইফ। তানজিদ হাসানের সাথে ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ২৬ রান করে আউট হয়ে গেছেন সাইফ। নানজেয়ালেয়া খারোতের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ টি চার মেরেছেন টিটোয়েন্টি সিরিজে ছক্কার ফুলঝুড়ি ছড়ানো সাইফ। দেশের হয়ে ইতোমধ্যে ৬টি টেস্ট ও ১৫টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ। টেস্টে ১৫৯ রান ও টিটোয়েন্টিতে ৩৬০ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ১০টি সেঞ্চুরি ও ৩৪টি হাফসেঞ্চুরিতে ৩৯.৭৭ গড়ে ৫২৫০ রান আছে সাইফের। দলের প্রয়োজনে বল হাতে উইকেট নিতে পারদর্শী এই অফস্পিনার। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৬৯ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী সাইফ। এর আগে ২০২০ সালে বাংলাদেশের ৯৬তম টেস্ট এবং ২০২১ সালে ৭২তম টিটোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল সাইফের।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের ‘প্রথম’ বিলিয়নেয়ার ফুটবলার রোনালদো
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ফুটবল আজ থেকে শুরু