চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় নগরে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুই হাজার ৪০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জনান, কদমতলী মোড়, দেওয়ান হাট, পাঠানটুলী, বাদামতলী মোড়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও সিডিএ, এঙেস রোড, বড়পোল, নিমতলা, নয়াবাজার, অলংকার মোড়, এ কে খান মোড়, কর্নেল হাট, সিটি গেইট, নিউ মুনসুরাবাদ, পাহাড়তলী ও আমবাগান এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।