১৩ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে মৃত্যুশূন্য ১৩ দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে, আর এসময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। সবশেষ গত ২১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল, তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন। আর মৃত ব্যক্তি ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫ জন মারা গেছেন; তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন। আর নতুন বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৯৩ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৭৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৭২০ জন। গতকাল সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছরই।

পূর্ববর্তী নিবন্ধডাম্পিং স্টেশনের জন্য ৮১ শতাংশ জায়গা কেনার অনুমোদন
পরবর্তী নিবন্ধএবার সৌদি আরবে চিকিৎসক ও নার্স পাঠাচ্ছে বাংলাদেশ