১৩ জনের ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ

মাংস বিক্রেতার প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বাসিন্দা মো. শাহজাহান পেশায় গরুর মাংস বিক্রেতা; যারা অনলাইনে কম দামে মাংস বিক্রি করেন, তাদের মাংস সরবরাহ করেন তিনি। রোজার মাসে গরুর মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় শাহজাহানকে মাংস সরবরাহের ক্রয়াদেশ দেন অনলাইন বিক্রেতারা। গত ৭ ও ৮ মার্চ তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ১০ মার্চ মাংস সরবরাহ করার কথা ছিল।

রাফিউল হাসনাত নামে এক অনলাইন উদ্যোক্তা সম্প্রতি পিবিআই কার্যালয়ে অভিযোগ করেন, তিনি শাহজাহানকে ৫৮ মণ মাংসের অর্ডার দিয়ে নগদ সাড়ে ১৪ লাখ টাকা দেন। এরপর থেকে শাহজাহান লাপাত্তা। এ অভিযোগে শাহজাহানকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করার পর দেখা যায়, রাফিউল ছাড়াও আরো ১৩ জনের কাছ থেকে মোট ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি।

পিবিআই চট্টগ্রাম জেলার এসআই শাহাদাত হোসেন জানান, শাহজাহানকে গ্রেপ্তারের খবর পেয়ে আরো অন্তত ২০ জন বিক্রেতা তাদের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে এসেছেন। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। টাকা আত্মসাতের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে হাটহাজারী থানায় রাফিউল হাসনাত বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বিলে মিলল নারীর অর্ধগলিত খণ্ডিত লাশ
পরবর্তী নিবন্ধধর্ষণ শেষে খুন, পরে ফেলেছিল ডাস্টবিনে