১২-১৭ বছর বয়সী প্রায় ৪০০ স্কুল শিক্ষার্থী পেল করোনার টিকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

মহানগরে প্রথমবারের মতো করোনার টিকা পেয়েছে ১২-১৭ বছর বয়সী প্রায় ৪০০ স্কুল শিক্ষার্থী। গতকাল (৫ ডিসেম্বর) নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেয়া হয়। স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।
৪০০ জন শিক্ষার্থীকে টিকা প্রয়োগের টার্গেট ছিল জানিয়ে স্কুলের ম্যানেজার (এডমিশন) মো. সাখাওয়াত হোসেন বলেন, তবে ৩৫০ জনের কিছু বেশি শিক্ষার্থী টিকা নিয়েছে। স্কুলের ১২-১৭ বছর বয়সী মোটামুটি সব শিক্ষার্থী টিকার আওতায় এসেছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির পক্ষ থেকে কেন্দ্র চূড়ান্ত ও শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করে তা স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করার কথা। পরবর্তীতে মাউশির তালিকা অনুযায়ী টিকাদান কর্মী পাঠিয়ে টিকা প্রয়োগ করার কথা স্বাস্থ্য বিভাগের।
তবে গতকাল নগরে স্কুল শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না মাউশির চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা। জানতে চাইলে বিষয়টি অবগত নন বলে জানান চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী ও মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী। এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের নির্দেশনায় স্কুলটির শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
এদিকে, চট্টগ্রামে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের নিয়মিত টিকাদান শুরুর সময় এখনো চূড়ান্ত করতে পারেনি মাউশি। কয়েকদিনের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করে সময় চূড়ান্ত করা হবে বলে মাউশি কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইলিশ মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধইউসেপ নিয়োগকর্তা কমিটির নাসিরাবাদ শিল্পাঞ্চলের সভা