নগরীতে পৃথক তিন অভিযানে ১২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরীর ফিরিঙ্গি বাজার ও নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম এলাকার মো. আলিম উদ্দিনের ছেলে সাদ্দাম সর্দার (৩৪), কঙবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত নুর আলমের ছেলে খাইরুল বশর(৩৩) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন খৈরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)।