১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগদ কর্মকর্তা গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা নগদ-এর বিতরণ ব্যবস্থাপক মো. ইব্রাহিমকে (২৯) গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ব্যবস্থাপক ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, সোমবার নগদ-এর রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮শ টাকার হিসাব বুঝে নিয়ে ইব্রাহিম রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে গিয়ে মোবাইল ফোন বন্ধ রাখেন। পরে প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনে মঙ্গলবার রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিউস্টিবিউশন পরিচালক (রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও কাপ্তাই থানা) মো. সাহিনুর ইসলাম। পুলিশ অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ‘আমেরিকান সেন্টার পপ-আপ’
পরবর্তী নিবন্ধচুয়েট অফিসার্স এসো’র সভা