১২ ফুট সড়কের ৯ ফুটই দখলে

লাশের খাটিয়াও বের করা যাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুর পাড়া গ্রামের সড়কটি দিন দিন দখল হয়ে যাচ্ছে। সরকারি শিট মোতাবেক সড়কটি ১২ ফুট প্রস্থের হলেও দখল হতে হতে এটি বর্তমানে ৩ ফুটে এসে ঠেকেছে। এই বিষয়ে স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে জানান।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ওয়াহিদুর পাড়া গ্রামের সড়কটি দিয়ে অন্তত ২৫০টি পরিবারের কয়েক হাজার মানুষের যাতায়াত। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চালিয়ে আসছে স্থানীয় কিছু দখলদার। শিলক মৌজার ১ নম্বর শিটের ৫৩১ ও ৫৩০ এর উত্তর পার্শ্বে এবং ৫৩৮ ও ৫৩৭ বিএস দাগের দক্ষিণ পার্শ্বে বর্তমান শিলক উপ-থানা থেকে পুকুর পাড় পর্যন্ত সরকারি শিট মোতাবেক প্রায় ১২ ফুট রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি দখল হতে হতে ৩ ফুটে এসে ঠেকেছে। এতে চরম বেকায়দায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা এনামুল হক রুবেল, আবদুল হালিম, নেজাম উদ্দিনসহ বেশ কয়েকজন জানান, সড়কটি দিয়ে বর্তমানে একটি লাশের খাটিয়াও বের করে আনা সম্ভব না। সড়কের দুই পাশের লোকজন এটি দখল করে চলেছে। এই বিষয়ে তাদের একাধিকবার বলেও কোনো লাভ হয়নি। বিষয়টি উপজেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হলে তারা এসে তদন্ত করে গেছেন। এখনও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করে হাজারো মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন তারা।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। স্থানীয় তহসিলদারে মাধ্যমে দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাটি ডিসি অফিসে পাঠিয়ে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক
পরবর্তী নিবন্ধমাকে বলল বন্ধুর বাসায় যাচ্ছে।। একদিন পর মিলল নদীতে লাশ