আগামী ১২ নভেম্বর দ্বীপ উপজেলা মহেশখালীতে আসছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে গতকাল বুধবার মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা। কারণ তারা জানে নির্বাচন আসলে দেশের জনগণ বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ দেখে আওয়ামী লীগকে সমর্থন করবে। তাই তারা নির্বাচনকে প্রতিহত করতে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের করা উন্নয়নের কাজ নিজেই এসে দেখে যাওয়ার জন্য মহেশখালীতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়ায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, কক্সবাজারে রেলপথ, টেকনাফের সাবরাং নদ নদীতে পর্যটনকেন্দ্র নির্মাণসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এতদঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের একটি বলয় তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর যে সব উন্নয়ন করেছে তাতে এখানে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে।
প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার–২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য জাফর আলম, সংরক্ষিত মহিলা আসন–৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সাজেদুল করিম, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।