হাটহাজারীতে নিখোঁজের পর ফাইজা আক্তার হালিমা নামে এক শিশু কন্যার লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পিতা আকবর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর ফোরকান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
আটক ফোরকান বাঁশখালী উপজেলার শিলকুপ ইউপির ১ নং ওয়াডস্থ পশ্চিম মনকিরচর (নোয়াঘোনা) মজিদের বাড়ির নুরুন নবীর পুত্র। তিনি বর্তমানে শিকারপুর ইউপির পূর্ব শিকারপুর এলাকায় ভাড়া ঘরে বসবাস করেন।