১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ল

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল রোববার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দাম ঘোষণা করেন। খবর বাংলানিউজের।

তিনি বলেন, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে। সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। গত মাসে এটা ১৪১ টাকা বেড়েছিল। নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা, যা আগে ছিল ৫২ টাকা ১৭ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ঘোষিত নতুন দাম গতকাল সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নামবে ১০টি ডাবল ডেকার স্মার্ট স্কুল বাস
পরবর্তী নিবন্ধপৃথক দুই মামলায় বন্ধকী সম্পত্তিতে রিসিভার নিয়োগ আদালতের