১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭৯ টাকা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:১৬ পূর্বাহ্ণ

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। এ দাম গতকাল সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে। খবর বাংলানিউজের। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৬১ পয়সা ধরে এই দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা ধরে সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা ধরে সমন্বয় করা হয়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

পূর্ববর্তী নিবন্ধআরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী নোমান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকোভিড টিকা আবিষ্কারে সফল গবেষণায় নোবেল