বাঁশখালী ও আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়ে ১২২ মন ইলিশ জব্দ করা হয়েছে। এই সময় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ নিধন করায় ১৫ ফিশিং বোট মালিককে জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা হয় অন্তত ত্রিশ লাখ টাকার জাল। মৎস্য অধিদফতরের উপ পরিচালক আব্দুর রউফের নেতৃত্বে গতকাল সকাল থেকে বিকেল অব্দি এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর এবং নৌ পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কিছু বোট ইলিশ শিকার করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে জেলা মৎস্য অধিদপ্তর গতকাল অভিযানে নামে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা অভিযান চালানো হয়। মৎস্য অধিদফতরের উপ পরিচালক আব্দুর রউফ, উপ সহকারী পরিচালক মঞ্জুর আলম, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিদর্শক (এসআই) নিউটন অভিযানে অংশ গ্রহন করেন। অভিযানকালে ইলিশ শিকার করছে এমন ১৫টি বোট আটক করা হয়। এদের কাছ থেকে জব্দ করা হয় ১২২ মন ইলিশ। বোটগুলো থেকে অন্তত ৩০ লাখ টাকার জালও জব্দ করা হয়। প্রত্যেক বোট মালিককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।