ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১২০ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে ছয় দলের মোর্চা–গণতন্ত্র মঞ্চ। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। খবর বিডিনিউজের।
গণতন্ত্রের মঞ্চের ছয়টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া–২ আসনে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা–৮ আসনে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাক্ষণবাড়িয়া–৬ আসনে, জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর–৪ আসনে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী–৩ আসনে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম কিশোরগঞ্জ–৫ আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুকে জামালপুর–৫ আসনের জন্য মনোনীত করা হয়েছে।
জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ২০২২ সালের ৮ আগস্ট ‘গণতন্ত্র মঞ্চ’ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করে। পরে গণঅধিকার পরিষদ এই জোট থেকে বেরিয়ে যায়। এই ১২০ আসনের প্রার্থীর মধ্যে মনোনীত হয়েছেন চট্টগ্রাম–৩ আসনে নুরুল আকতার (জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি), চট্টগ্রাম–৪ আসনে মোহাম্মদ ইয়াকুব (জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি), চট্টগ্রাম–৮ আসনে ডা. জবিউল হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি)। তালিকায় চট্টগ্রাম ৯ আসনে তিন জনের নাম রয়েছে। এরা হচ্ছেন হাসান মারুফ রুমি (গণসংহতি আন্দোলন), নূরুল আফসার মজুমদার স্বপন (নাগরিক ঐক্য) এবং জাভেদ আহমেদ (বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন)। চট্টগ্রাম–১১ আসনে ক্যাপ্টেন এম মোবারক হোসেন (ভাসানী জনশক্তি পার্টি)। চট্টগ্রাম–১৪ আসনে দুই জনের নাম রয়েছে। এরা হচ্ছেন ইসহাক উদ্দিন চৌধুরী (জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি) এবং ডা. মৃদুল বড়ুয়া (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)। কঙবাজার–৪ আসনে ক্যাপ্টেন এম মোবারক হোসেন (ভাসানী জনশক্তি পার্টি, পার্বত্য রাঙামাটি আসনে জুঁই চাকমা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) পার্বত্য বান্দরবান আসনে অংশিনং মারমা (জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি)।