রেলওয়ে পূর্বাঞ্চলে গত পাঁচ দিনে চলাচলরত ৩৫৪টি ট্রেনে টিকিটবিহীন ভ্রমণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ হাজার ১৪৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ২৪ লাখ ১৭ হাজার ৫১০ টাকা আদায় করা হয়েছে। প্রতিদিন ট্রেনে টিকিটবিহীন ভ্রমণের বিরুদ্ধে রেলওয়ের ১০৪ থেকে ১০৬ জন করে টিটিই অভিযানে অংশ নেন। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল জানান, গত ৫ ডিসেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচদিনে রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচলরত ৩৫৪টি ট্রেনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করা হয়।
রেলওয়ের প্রকাশিত তথ্যে জানা যায়, ৫ ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ৭৬টি ট্রেনে ১০২ জন টিটিই টিকিটবিহীন যাত্রী ভ্রমণের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানে ২২৭৩ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ৫ লাখ ৬৭৪৫ টাকা আদায় করা হয়। এর মধ্যে ভাড়া আদায় করা হয় ৩ লাখ ৫১ হাজার ৯৩০ টাকা এবং জরিমানা আদায় করা হয় ১ লাখ ৫৪ হাজার ৮১৫ টাকা। সব মিলে রেলওয়ের রাজস্ব আদায় করা হয় ৫ লাখ ৬৭৪৫ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৩৮ জনের টিকিট যাচাই করা হয় এবং টিকিটবিহীন ভ্রমণের দায়ে ২২৭৩টি মামলা দায়ের করা হয়।
৪ ডিসেম্বর রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত ৬৭টি ট্রেনে ১০৬ জন টিটিই টিকিটবিহীন যাত্রী ভ্রমণের বিরুদ্ধে অভিযান চালায়। এতে ৩২০৬ জন টিকিটবিহীন যাত্রীর বিরুদ্ধে অভিযানে ৭ লাখ ১৭ হাজার ৭৬০ টাকা আদায় করা হয়। এর মধ্যে টিকিটের মূল্য আদায় করা হয় ৫ লাখ ৫০৯৫ টাকা এবং জরিমানা আদায় করা হয় ২ লাখ ১২ হাজার ৬৬৫ টাকা। সব মিলে রেলওয়ের আয় হয়েছে ৭ লাখ ১৭ হাজার ৭৬০ টাকা। এতে টিকিটবিহীন ভ্রমণের দায়ের জরিমানার পাশাপাশি ৩২০৬টি মামলা করা হয়।
৩ ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৯টি ট্রেনে ১০৬ টিটিই টিকিটবিহীন ১৯২৪ জন যাত্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৪ লাখ ৫ হাজার ৯৪৫ টাকা আদায় করেছেন। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৫৯০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩৫৫ টাকা। ওইদিন সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৯৪৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৯২১টি টিকিট যাচাই করা হয়। ট্রেনে টিকিটবিহীন ভ্রমণের দায়ে ওইদিন ১৯২৪টি মামলা দায়ের করা হয়।
২ ডিসেম্বর ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ১৭৮৫ জন যাত্রীর কাছ থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার ৬৬৫ টাকা আদায় করা হয়েছে। অভিযানে ৬৯টি ট্রেনে ১০৫ জন টিটিই টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৮০ টাকা। সব মিলিয়ে ওইদিন রেলের আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭০৮টি টিকিট যাচাই করা হয়। ওইদিন টিকিটবিহীন ভ্রমণের দায়ে ১৭৮৫টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ১ ডিসেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ৭৩টি ট্রেনে অভিযানে টিকিটবিহীন ১৯৬০ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ২৯ হাজার ৩৯৫ টাকা আদায় করা হয়েছে। ওইদিনের টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে রেলওয়ে পূর্বাঞ্চলের ১০৪ জন টিটিই অভিযান পরিচালনা করেন। মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৭৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৪০ টাকা। রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ৩৯৫ টাকা। ওইদিন ২ হাজার ৯০৪টি টিকিট যাচাই করা হয়। এতে টিকিটবিহীন ভ্রমণে ১ হাজার ৯৬০টি মামলা করা হয়।











