১১ বছর পর চন্দ্রনগরে ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের বৃহত্তর চন্দ্রনগর এলাকায় চট্টগ্রাম ওয়াসার নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা গতকাল শনিবার থেকে চালু করা হয়েছে। দীর্ঘ এগার বছর পর চন্দ্রনগর এলাকায় বসবাসকারী জনগণের মাঝে ওয়াসা নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা চালু করেছে। এর ফলে এলাকার মানুষ এখন থেকে রাতদিন সারাক্ষণ পানি পাবেন। জানা গেছে, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চন্দ্রনগর সড়ক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এজাজ আহমেদ চৌধুরী আরজু ১১ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার সাথে যোগাযোগ করে ওই এলাকায় পানি সরবরাহ চালু করার যাবতীয় কাজ সম্পন্ন করেন।

পুরো এলাকায় নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া, সহকারী প্রকৌশলী মো. সুমন আলী, পরিদর্শক মো. হারুনুর রশিদ, মো. আবুল কাশেম, কাজী মো. আকতার হোসাইন, কার্য সহকারী মো. সেলিম উদ্দিন, মিটার পরিদর্শক মো. আনোয়ার চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ মো. সোলেমান মঞ্জু, মো. আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশারজাহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশকে সুন্দরভাবে গড়তে অপরাজনীতির সংস্কৃতি ত্যাগ করতে হবে