গতকাল সোমবার বাসায় ফেরার কথা সামাজিক মাধ্যমে নিজেই জানান ‘মীরাক্কেল’খ্যাত এই তারকা। গত ১৪ জুলাই বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন জামিল। পরে অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরামর্শে তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তখন জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত। তার হার্টের একটি ব্লক পাওয়া গেলে রিং পরানো হয়। জামিল হোসেন লেখেন, ‘চিকিৎসকের পরামর্শে ১১ দিন পর আজ বাসায় ফিরছি। সকলের দোয়া প্রত্যাশী। তিনি বলেন, এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। খবর বাংলানিউজের।
আপাতত এটা নিয়ে ভাবছি। চিকিৎসক, আমার সহকর্মী-সাংবাদিক ভাইরা সবসময় আমার পাশে ছিলেন। সবাইকে ধন্যবাদ। জামিল জানান, বাসায় ফিরেই কাজে যোগ দিচ্ছেন না তিনি। কিছুদিন বিশ্রাম নিয়ে ধীরে-সুস্থে শুটিংয়ে ফিরতে চান তিনি। নোয়াখালীর ছেলে হিসেবে পরিচিত হলেও জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ২০১২ সালে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চূড়ান্ত পবের্র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন তিনি। এরপর ঢাকায় ফিরে থিতু হন নাটক-সিনেমায়। বহুমাত্রিক চরিত্রে পান সফলতাও। নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি।