১১ দফা না মানা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা

রাঙামাটি পুলিশ লাইনসে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনেকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় কর্মবিরতি পালন করছে পুলিশ। পুলিশ বাহিনীর সংস্কারে ১১ দফা দাবিতে রাঙামাটির পুলিশ লাইনসে বিক্ষোভ করেছেন সদস্যরা। বিক্ষোভ মিছিল থেকে ঘোষণা আসে, ১১ দফা দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবেন না পুলিশ সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে রাঙামাটি জেলা শহরের সুখীনীলগঞ্জ এলাকায় অবস্থিত নতুন পুলিশ লাইনসে বিক্ষোভ শুরু করেন পুলিশ সদস্যরা। এসময় বিক্ষোভে কয়েকশ’ পুরুষ ও নারী পুলিশ সদস্যকে দেখা গেছে। তারা বিএসএস পুলিশ কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, পুলিশ কর্মকর্তার নির্দেশে আমাদের সৈনিকরা মাঠে নেমে কাজ করেছেন; সৈনিকরা মারা গেছেন। অথচ যারা নির্দেশ দিয়েছেন সেইসব কর্মকর্তারা এখন মাঠে নেই। এই বিপদের দিনে তারা পালিয়ে গেছেন। আমরা ১১ দফা দাবি না মানা পর্যন্ত কাজে ফিরবো না। এসময় বিক্ষোভকারীরা বলেন, কিছু কিছু দালাল, চোরবাটপার পুলিশ কর্মকর্তাদের কারণে আজকে পুলিশ বাহিনীর এই অবস্থা।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষায় চট্টগ্রাম কোর্ট হিলে মাইকিং
পরবর্তী নিবন্ধআমার প্রথম চাওয়া হিন্দু ভাইদের জানমাল রক্ষায় পাশে থাকুন : হুম্মাম কাদের