সড়ক–মহাসড়কের পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো– বেড ও সেমি লো– বেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলির কার্যকর সমাধানের লক্ষ্যে ১১ দফা দাবি নিয়ে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন গতকাল মঙ্গলবার নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা সড়ক পরিবহনের ২০১৮ তে মাত্রাতিরিক্ত জরিমানা বিধান রাখায় সাংঘর্ষিক ধারা উপধারা গুলো সংশোধন, মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন, ২০১৮ সালের পূর্বের রেজিস্ট্রেশনকৃত প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ির ফ্লাটবেড নামকরণ, অতিরিক্ত চাকা সংযোজন লো–বেড, সেমি লো–বেড ও কন্টেইনারবাহী ২০ ফুড গাড়ির ধরন পরিবর্তনের নামে মামলা প্রত্যাহার সহ মোট ১১ দফা দাবি জানান। ১১ দফা দাবি গুলো মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, মোঃ আবু ছালেহ জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, কার্য নির্বাহী সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোরশেদ হোসেন নিজামী, সহ–সভাপতি মোঃ শাহাব উদ্দিন রুবেল, সহ–সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম, দপ্তর সম্পাদক হাসান মুরাদ বাদশা, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ আজাদ, নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম, শেখ আলাউদ্দিন শিবলু, মোঃ জামাল, মোঃ সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।